আনন্দ মুখোপাধ্যায় :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: সোমবার ২৪,ফেব্রুয়ারী :: জল যন্ত্রণা থেকে এবার মুক্তি পেতে চলেছে সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রীরা। আজ সকালে চুঁচুড়া স্টেশন রোড সংলগ্ন ব্রিজের তলায় বিগত কয়েক বছর ধরে সামান্য বৃষ্টি হবার ফলে ওই ব্রিজের তলায় রীতি মতন জল যন্ত্রণার সৃষ্টি হয়।
জল জমে সাধারণ মানুষের ও নিত্যযাত্রীদের যাতায়াত করতে অসুবিধা হয় সেই কথাকে মাথায় রেখেই আজ চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা এই সমস্যার দ্রুত সমাধান করা ও কাজ শুরুর জন্য আজ এ.ই.এন লিলুয়া, এসডিও ও টি.আইর সাথে আলোচনার মধ্যে দিয়ে এই সমস্যার সমাধান করার কথা জানালেন বিধায়ক অসিত মজুমদার।
বিধায়ক জানান উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর থেকেই এই কাজ জোর কদমে শুরু করা হবে যেহেতু সামনে উচ্চমাধ্যমিক পরীক্ষা সেই কারণেই সেই কথা মাথায় রেখেই আপাতত কিছুদিনের জন্য এই জায়গায় কোন কাজ হবে না।
উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাবার পরেই চুঁচুড়া স্টেশন রোড ব্রিজের তলায় সংলগ্ন এলাকায় জল বার করে দেবার কাজ শুরু করা হবে।