নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: মঙ্গলবার ২২,জুলাই :: একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে কলকাতার ধর্মতলায় আয়োজিত সভায় অংশ নিতে সোমবার সকালে চুঁচুড়া স্টেশন চত্বরে জমায়েত হয় শতাধিক তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থক। নেতৃত্বে ছিলেন চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার।
সকাল ৯টা ৫০ মিনিট নাগাদ তিনি কর্মীদের নিয়ে ট্রেনে চেপে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেন। বিধায়ক অসিত মজুমদার জানান, “একুশে জুলাই আমাদের লড়াই, আন্দোলন ও শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর দিন। তাই কর্মীদের নিয়ে প্রতিবারের মতো এবারও আমরা শহরে যাচ্ছি।”
অন্যদিকে, হুগলির শ্রীরামপুর সংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে মৌসুমী বসু চ্যাটার্জির নেতৃত্বে শতাধিক মহিলা কর্মীও একইভাবে ধর্মতলার উদ্দেশ্যে যাত্রা করেন। স্টেশন চত্বরে ছিল প্রবল উৎসাহ ও উদ্দীপনা। ‘মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ’ স্লোগানে মুখরিত হয় স্টেশন এলাকা।
এছাড়াও হুগলি শ্রীরামপুর সংগঠনিক তৃণমূল শ্রমিক সংগঠন (আইএনটিটিইউসি)-এর পক্ষ থেকে বিনোদ হরিজনের নেতৃত্বে আরও একদল কর্মী একই উদ্দেশ্যে রওনা দেন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার প্রতিটি অঞ্চল থেকেই আলাদা আলাদা ভাবে কর্মীরা শহিদ দিবসের সভায় অংশ নিতে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন।
চুঁচুড়া স্টেশন থেকে একযোগে এই বিশাল কর্মী বাহিনীর রওনা দেওয়ার ঘটনায় এলাকাজুড়ে রাজনৈতিক উত্তাপ বেড়েছে বলে মনে করছেন অনেকে। একুশে জুলাইকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের এই শক্তি প্রদর্শন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।