চুঁচুড়া হাসপাতাল রোড শুক্রবার রীতিমতো রণক্ষেত্রের চেহারা পুলিশের গায়ে হাত ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: শুক্রবার ৮,আগস্ট :: হুগলির অন্যতম ব্যস্ততম এলাকা চুঁচুড়া হাসপাতাল রোড শুক্রবার রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয়। ব্যস্ত সময়ে, যখন রাস্তার ধারে পা রাখারও জায়গা থাকে না, তখনই ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা।

প্রত্যক্ষদর্শীদের দাবি, এক ট্রাফিক পুলিশ হঠাৎ এক বাইক আরোহীকে হেলমেট না পরার কারণে দাঁড় করান। অভিযোগ, দাঁড় করানোর সময়ই সেই পুলিশ কর্মী যুবকের গায়ে হাত তোলেন।

ঘটনার জেরে উত্তেজনা ছড়ায়। উপস্থিত যুবকের কয়েকজন সঙ্গী ও বন্ধুবান্ধব দ্রুত ঘটনাস্থলে এসে পুলিশের ওপর চড়াও হয়। শুরু হয় প্রকাশ্যে মারধর। এক পুলিশ কর্মীকে রাস্তার উপরেই মারতে থাকে কয়েকজন যুবক।

এই ঘটনার জেরে ব্যস্ত হাসপাতাল রোডে বিশৃঙ্খলা দেখা দেয়। যান চলাচল ব্যাহত হয়। সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় অতিরিক্ত পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়।

যুবকদের দাবি, প্রথমে পুলিশই তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। এমনকি হাত তুলেছে। তার প্রতিবাদেই এই প্রতিক্রিয়া। যদিও পুলিশের তরফে সম্পূর্ণ অন্য দাবি করা হয়েছে।

ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা আরও বিতর্কের সৃষ্টি করে। প্রশ্ন উঠছে, আইন রক্ষাকারী বাহিনীর সদস্য যদি এভাবে জনতার হাতে মার খান, তবে রাস্তায় শৃঙ্খলা বজায় থাকবে কীভাবে?

সব মিলিয়ে, হেলমেট না পরা নিয়ে শুরু হওয়া একটি ছোটখাটো বিষয়, মুহূর্তে রূপ নেয় বড়সড় সংঘর্ষে। প্রশ্ন একটাই—আইন ভাঙা, কি পুলিশের হোক বা সাধারণ মানুষের, সমাধান কি আইন হাতে তুলে নেওয়াই?

এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের চিহ্নিত করার কাজ চলছে। তবে শহরের মাঝপথে এমন ঘটনার পুনরাবৃত্তি আটকাতে প্রশাসনকে আরও কড়া পদক্ষেপ নিতে হবে বলেই মত শহরবাসীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 7 =