নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: সোমবার ২৫,ডিসেম্বর :: চুনো মাছ নিয়েই চুনোপুটি উৎসব। প্রতিবছর খাল বিল ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় এবং প্রাণিসম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ এর উদ্যোগে চুনাপুটি উৎসব হয়ে থাকে। প্রতিবছর পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ ব্লকের বাশদহ চাঁদের বিলে অনুষ্ঠিত হয় উক্ত উৎসব। এই বছরও অন্যথা হয়নি।
সোমবার ২৫সে ডিসেম্বর এর মতো শুভ দিনে উদ্বোধন হয় খাল- বিল – চুনো মাছ – পিঠে পুলি ও প্রাণী পালন উৎসব ২০২৩। উৎসবের প্রধান উদ্যক্তা রাজ্যের মন্ত্রী তথা পুর্বস্থলীর বিধায়ক স্বপন দেবনাথ। উৎসবের উদ্বোধক ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তরের মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী। প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন, বিজ্ঞান ও প্রযুক্তি ও জৈব প্রযুক্তি দপ্তরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস।
উৎসবের মঞ্চে বিশেষ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন পুর্ব বর্ধমান জেলা শাসক পূর্ণেন্দু মাজি, জেলা সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার, সহ সভাধিপতি গার্গী নাহা, কালনা মহকুমা শাসক শুভম আগরওয়াল সহ আরও অন্যান্য পদাধিকারিগণ।