চুরির অভিযোগে গৃহবধূকে মাথা মুড়িয়ে দেওয়ার অভিযোগ শ্বশুর বাড়ির বিরুদ্ধে

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: কাকদ্বীপ :: শনিবার ২৫,নভেম্বর :: আবারও মধ্যযুগীয় বর্বরতা শিকার এক গৃহবধূ। অভিযোগ, শ্বশুরবাড়ি থেকে টাকা চুরি করেছেন ওই মহিলা। আর সেই অভিযোগ তুলে মহিলাকে মারধর করে তাঁর চুল কেটে মাথা মুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল শাশুড়ি ও ননদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে নারায়নপুর গ্রামে ।
তাঁর স্বামী বাড়িতে থাকেননা। তিনি কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন। আর এসবের মধ্যেই গৃহবধূর উপর অমানবিক অত্যাচারের অভিযোগ উঠল তাঁর শাশুড়ি ও ননদের বিরুদ্ধে।শুক্রবার  বাড়িতে হঠাৎ চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পান প্রতিবেশীরা। প্রথমে বিষয়টি পারিবারিক ঝামেলা ভেবে এড়িয়ে গেলেও, ক্রমেই চিৎকার চেঁচামেচি বাড়তে থাকে।
এরপর প্রতিবেশীরা বাড়িতে গিয়ে দেখেন এই কাণ্ড। সঙ্গে সঙ্গে প্রতিবেশীরাই মধ্যযুগীয় ওই অত্যাচারের কবল থেকে উদ্ধার করেন গৃহবধূকে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই মহিলাকে উদ্ধার করে এবং অভিযুক্ত শাশুড়ি ও ননদকে আটক করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করে পুলিশ।
জানা গিয়েছে , স্বামী ভিন রাজ্যে যাওয়ায় শ্বশুরবাড়িতে শাশুড়ি ও ননদের সঙ্গেই থাকতেন ওই মহিলা। মাঝেমধ্যেই ঝামেলা-অশান্তি লেগে থাকত। এদিন গৃহবধূর বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ তোলেন শ্বশুরবাড়ির লোকেরা। সেই অভিযোগেই গৃহবধূকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।
শুধু সেখানে থেমে থাকেননি শাশুড়ি ও ননদ। এরপর জোর করে গৃহবধূর মাথা মুড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। সেই সময় গৃহবধূ বাধা দেওয়ার চেষ্টা করলে শুরু হয় চিৎকার চেঁচামেচি। সেই চিৎকার শুনে আশপাশের বাড়ির লোকজন গিয়ে গৃহবধূকে উদ্ধার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − two =