চুরির উদ্দেশ্যে এসে বাড়িতে ঢুকেই আগে জমিয়ে চায়ের আড্ডা, গৃহকর্তার গ্যাস ওভেনে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: বুধবার ১৬,জুলাই :: চুরির উদ্দেশ্যে এসে বাড়িতে ঢুকেই আগে জমিয়ে চায়ের আড্ডা, গৃহকর্তার গ্যাস ওভেনের চা চাপিয়ে তা খেয়ে বাথরুমে ঢুকে প্রাতকৃত সেরে আলমারি ভেঙ্গে সোনা গয়না নগদ লুটপাট করে নিয়ে পালিয়ে গেল চোরের দল।

ঘটনার তদন্তে নিউ টাউনশিপ থানার পুলিশ হতবাক দিল্লি থেকে নিজের বাড়িতে এসে গৃহকর্তা ও তার পরিবারের সদস্যরা এই চুরির ক্ষেত্রে বাড়ির খুদে সদস্যর পিগি ব্যাংকের খুচরা পয়সা বার করতেও পিছপা হয়নি চোরের দল। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার আইটিআই আমবাগান এলাকায়।

                             একদিনের জন্য দিল্লি গিয়েছিলেন অনিল লুথরা ও তার পরিবার

একদিনের জন্য দিল্লি গিয়েছিলেন অনিল লুথরা ও তার পরিবারের সদস্যরা, বাইরে থেকে তালা দিয়ে একই বাড়ির দুটি পরিবার দিল্লি গিয়েছিল বেড়াতে।

বাড়ি ফিরে তালা খুলতে গিয়ে দেখেন জানালার লোহার গ্রিল ভাঙ্গা ভেতরে ঢুকে তাজ্জব বনে যায় সকলে ঘরের আলমারির ভাঙ্গা আসবাবপত্র ছড়ানো ছুটানো গ্যাস ওভেনে চায়ের ফ্যান, বাথরুম নোংরা দ্রুতই খবর দেয়া হয় থানায় সম্পূর্ণ ঘটনা তদন্ত নামে পুলিশ

অনিলবাবু জানিয়েছেন কুড়ি ভরির ও বেশি সোনা ও ৫ লক্ষ টাকা নগদ এছাড়াও বেশ কিছু জিনিস নিয়ে চম্পট দিয়েছে ডাকাত দল। এলাকায় কোন নিরাপত্তারক্ষীর ব্যবস্থা ছিল না কিন্তু আশেপাশে প্রতিবেশী ও লোকজন থাকা সত্ত্বেও কিভাবে এই ঘটনা ঘটলো যা কেউ টেরই পেল না,

ভেবে তাজ্জব হয়ে যাচ্ছেন অনিল বাবুর পরিবারের সদস্যরা । আপাতত পুলিশ ওই এলাকাটি চিহ্নিতরণ করে ঘিরে রেখেছে তদন্তের স্বার্থে । বিস্ময়ের ঘোর কাটছে না অনিলবাবু ও তার পরিবারের সদস্যদের আপাতত দেখার এই ডাকাতি সুরাহা পুলিশ কখন করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × three =