নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ভগবানপুর :: শুক্রবার ২২,আগস্ট :: পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ২ ব্লকের ঘটনা। ২৬ এর বিধানসভার আগে, এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অভিযোগ, গত ১৮ ই আগস্ট রাতে,ভূপতিনগর থানার জুখিয়া গ্রামে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে।সীতা শী নামে এক বাসিন্দার বাড়ির গেটের তালা ভেঙে সোনা-দানা, নগদ টাকা, গুরুত্বপূর্ণ নথি এবং একটি মোটরবাইক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ১৯ অগস্ট, গৃহকর্ত্রী সীতাদেবী ভূপতিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নামে। মেছেদার কাছ থেকে চারজনকে গ্রেফতার করে।
ধৃতরা হল—সমীরণ মিদ্দা, সঞ্জয় মিদ্দা, সম্ভু দাস এবং অরিন্দম শাসমল। এদের মধ্যে সমীরণ মিদ্দা, ভগবানপুর ২ মণ্ডল বিজেপির সভাপতি তপন মিদ্দার ভাই। আর সঞ্জয় ও সম্ভু সক্রিয় বিজেপি কর্মী। অরিন্দম ধৃতদের বন্ধু।
পুলিশ সূত্রে খবর, এই গ্যাঙের লিডার সমীরণ মিদ্দা। এরা চুরির ঘটনা স্বীকার করেছে। প্রত্যেকেই চুরি যাওয়া জিনিস উদ্ধারে সহযোগিতা করবে বলে পুলিশকে জানিয়েছে। ধৃতদের ভুপতিনগর থানার পুলিশ কাঁথি আদালতে পাঠায়। আদালত তাদের সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।