নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মহম্মদ বাজার :: শনিবারে ২০,ডিসেম্বর :: বীরভূম জেলার মহম্মদ বাজার থানার অন্তর্গত সোতশাল গ্রামের বাসিন্দা শেখ কুরবান আলীর গাড়ির টায়ার ও ব্যাটারি বেশ কয়েকদিন আগে চুরি হয়ে যায়।
এই ঘটনায় স্বাভাবিকভাবেই তিনি দুশ্চিন্তায় পড়েন এবং বিষয়টি নিয়ে মহম্মদ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই মহম্মদ বাজার থানার আইসি প্রসেনজিৎ ঘোষের নেতৃত্বে পুলিশ তদন্তে নামে।
পুলিশের সক্রিয় তৎপরতা ও নিরলস প্রচেষ্টার ফলেই অল্প সময়ের মধ্যেই চুরি যাওয়া গাড়ির টায়ার ও ব্যাটারি উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধার হওয়া মাল যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত মালিক শেখ কুরবান আলীর হাতে তুলে দেওয়া হয়।
হারানো মূল্যবান সামগ্রী ফিরে পেয়ে শেখ কুরবান আলী মহম্মদ বাজার থানার আইসি প্রসেনজিৎ ঘোষ সহ থানার সমস্ত পুলিশ কর্মীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি জানান, পুলিশের দ্রুত পদক্ষেপ ও দায়িত্বশীল ভূমিকার জন্যই এই সাফল্য সম্ভব হয়েছে। এই ঘটনায় মহম্মদ বাজার থানার পুলিশের কাজের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারাও।

