চুরি যাওয়া টোটো উদ্ধারে নেমে টোটো চোরের মূল পান্ডা ও গ্যাং কে ধরল ইংরেজবাজার থানার পুলিশ

কুমার মাধব :: সংবাদ প্রবাহ ::মালদা :: চুরি যাওয়া টোটো উদ্ধারে নেমে টোটো চোরের মূল পান্ডা ও গ্যাং কে ধরল ইংরেজবাজার থানার পুলিশ। প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে টোটো চুরির অভিযোগ ইংরেজবাজার থানায় জমা পড়েছিল। তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতে শহরের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে চুরি হয়ে যাওয়া ৫ টি টোটো সহ ৬ জন মূল পান্ডাকে গ্রেপ্তার করে ইংরেজ বাজার থানার পুলিশ।

ধৃতরা হল মোহন চৌধুরী(১৯) বাড়ি ইংরেজবাজার থানার অমৃতির বিনপাড়া এলাকায়, পিন্টু চৌধুরী(২৬) বাড়ি মোথাবাড়ি থানার সকুলাপুরে , উৎপল কর্মকার(২৩) বাড়ি মোথাবাড়ি থানার সকুলাপুরে , রাজকুমার মন্ডল(৩৫) মানিকচক থানার ভূতনীর মহীন্দ্রাটোলা এলাকায়, নবকৃষ্ণ মন্ডল(৩৪) মানিকচক থানার ভূতনীর মহীন্দ্রাটোলা এলাকায়, জংলী চৌধুরী(২৮) বাড়ি মোথাবাড়ি থানার সকুলাপুরে । ধৃতদের আজকে মালদা জেলা আদালতে তোলে ইংরেজবাজার থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =