নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: মঙ্গলবার ৮,এপ্রিল :: পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার অন্তর্গত পোশলা গ্রাম থেকে চুরি যাওয়া কারিগরি জন স্বাস্থ বিভাগের পাইপ ২ দিনের মধ্যে উদ্ধার করল ভাতার থানার পুলিশ। গ্রেপ্তার দুই চোরকে বর্ধমান জেলা আদালতে পেশ করলো সোমবার ভাতার থানার পুলিশ।
গত ইংরেজি ২৮/০৩/২০২৫ তারিখে পূর্ব বর্ধমান জেলার ভাতারের পোশলা এলাকা থেকে ৭৬ টি কারিগরি জন স্বাস্থ বিভাগের পাইপ চুরি যায়। এই বিষয়ে গত ২ তারিখে ভাতার থানায় লিখিত অভিযোগ দায়ের করে ঠিকাদার সংস্থা। ভাতার থানার পুলিশ তদন্তে নেমে,প্রথমে যে গাড়ি করে চুরি হয়েছিল সেই গাড়িটিকে আটক করে।
পুলিশ জানতে পারে গাড়ির মালিক ও চালক এই চুরিতে যুক্ত। তাদেরকে দক্ষিণ ২৪ পরগনা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ গতকাল রাতে। আটক করা হয়েছে ওই লরিটিকে, উদ্ধার করা হয়েছে চুরি যাওয়ার সমস্ত পাইপ।এদিন ধৃত দুই ব্যক্তিকে আদালতে পাঠালো পুলিশ, জানা যায় তাদের নাম যথাক্রমে গোবিন্দ সাহা, দুলাল দাস।