নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: জানুয়ারি ২৪,শুক্রবার :: সাইবার প্রতারণার মুখে পড়েছিলেন দুর্গাপুরের বিধাননগরের এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মী আর এক ব্যক্তি। আবার অনেকের চুরিও গিয়েছিল মোবাইল। চুরি যাওয়া মোবাইল আর সাইবার প্রতারণা হওয়া টাকা উদ্ধার করে মালিকদের হাতে ফিরিয়ে দিল নিউ টাউনশিপ থানার পুলিশ।
মোবাইল আর টাকা ফিরে পেয়ে খুশি মালিকরা। কারোর এক বছর কারোর আবার দু’বছর আগে নিউ টাউনশিপ থানার বিভিন্ন প্রান্ত থেকে চুরি গিয়েছিল মোবাইল। তদন্তে নেমেছিল পুলিশ। তদন্তের ভিত্তিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হয় ১৪টি মোবাইল। ‘ফিরে পাওয়া’ অনুষ্ঠানের মাধ্যমে মালিকদের হাতে তুলে দেওয়া হয় মোবাইলগুলি।