নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ময়নাগুড়ি :: রবিবার ২৭,আগস্ট :: আজ সকাল বেলা সাতটা নাগাদ ভট্টনগর রেল স্টেশনে একটি খালি মাল গাড়ি আসে বর্ধমানের ওদিক থেকে যখন ভট্টনগর সেশনে মালগাড়িটি আসে তখন রেল পুলিশ মালগাড়িটি চেকিং শুরু করে । তারা চেকিং করতে থাকে চেকিং করার সময় মালগাড়িতে একটি আট বছরের ছেলের মৃতদেহ উদ্ধার করে ।
খবর দেওয়া হয় লিলুয়া থানায় তারপর পুলিশ দেহটিকে কোনা হাসপাতালে নিয়ে আসে এখানে নিয়ে আসার পর ডাক্তার বাবুরা দেহটিকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা যায় মৃত দেহটি যেই বাচ্চাটির তার নাম আহিদ শেখ বয়স আট বছর বাবার নাম আলী হোসেন শেখ মার নাম আসমানী শেখ ছেলেটির বাড়ি কুকরি মালি প্রতাপ দিঘীরপাড় থানা চাপড়া জেলা নদীয়া।
পুলিশ জিআরপি সূত্রে জানতে পেরেছে বর্ধমানের আগের স্টেশন তালিত সেই স্টেশনের ফুল ব্রিজ থেকে বাচ্চাটিকে চলন্ত মালগাড়ির মধ্যে ফেলে দেওয়া হয় স্থানীয় মানুষরা মালগাড়িটিকে দাঁড় করানোর চেষ্টা করলে কিন্তু মালগাড়ি থামেনি সোজা বেরিয়ে এসছে ভট্টনগর রেলস্টেশনে বলে জানা যায়।
লিলুয়া থানার পুলিশ চাপড়া থানায় যোগাযোগ করছে তার বাড়ির লোককে খবর দেওয়ার জন্য এবং বিষয়টি তদন্ত শুরু করেছে লিলুয়া থানার পুলিশ।