নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: রবিবার ৩১,মার্চ :: গার্ডেনরিচকাণ্ডের ছায়া এবার চেতলাতে। খোদ মেয়রের পাড়াতেই আচমকা ভেঙে পড়ল একটি পুরোনো বাড়ির কার্নিশ । রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে কলকাতা পুরসভার ৮২ নম্বর ওয়ার্ডের পরমহংসদেব রোডে। ঘটনায় আহত হননি কেউ। তবে বাড়িটির নীচে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
রবিবার ভোর ৫টা নাগাদ হঠাৎ তীব্র শব্দ হয় । দেখাযায় ওই বাড়ির কার্নিশ রাস্তায় ভেঙে পড়েছে। ভোরবেলায় রাস্তা ফাঁকা ছিল বলে কারও কিছু হয়নি। তবে দিনের বেলা হলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত।’ জানা গিয়েছে, বাড়িটি পুরোনো হলেও পরিত্যক্ত নয়। লোকজনও আছেন বাড়িটিতে।
ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন ওই এলাকার বাসিন্দারা। স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। তাঁদের দাবি, দীর্ঘ দিন ধরে ওই বাড়িটি জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। পুরসভার তরফে কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি।