চেন্নাইয়ে ইলেকট্রিক শকে সাগরদিঘির তরুণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু, ভেঙে পড়েছে পরিবার ও গ্রাম।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সাগরদিঘি :: বৃহস্পতিবার ২৮,আগস্ট :: চেন্নাইয়ের কাসপাপুরামে রাজমিস্ত্রীর কাজে গিয়ে অকালে প্রাণ গেল সাগরদিঘির এক তরুণ পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম ইমরান শেখ (২৮)। পরিবারের একমাত্র উপার্জনকারী এই যুবকের অকাল মৃত্যুতে আজ দিশেহারা তার পরিবার, স্তব্ধ হয়ে গেছে সমগ্র এলাকা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিনভর রাজমিস্ত্রীর কাজ সেরে বাসায় ফেরেন ইমরান। এরপর স্নান করার সময়।অসাবধানতা বশত খোলা একটি বিদ্যুতের তারে হাত লাগতেই মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তড়িঘড়ি সহকর্মীরা হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণের মধ্যেই চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের পাটকেলডাঙা অঞ্চলের মসামাড়া ডাঙাপাড়ার বাসিন্দা ইমরান শেখ ছিলেন অত্যন্ত ভদ্র, পরিশ্রমী ও সবার প্রিয় মানুষ। অল্প বয়সেই পরিবারের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন তিনি। তাই তার মৃত্যু শুধু একটি পরিবারের নয়, গোটা এলাকার এক অপূরণীয় ক্ষতি।

গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। হাহাকার করছেন স্বজনরা। প্রিয় ছেলেকে হারিয়ে বুকভরা কষ্টে ভেঙে পড়েছেন মা-বাবা। মরদেহ নিজের বাড়িতে ফিরিয়ে আনতে এখন প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে ছুটছেন পরিবারের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + ten =