নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মুর্শিদাবাদ :: বুধবার ১৪,জানুয়ারি :: ফের ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক খুন। এবার চেন্নাই কাজ করতে গিয়ে রহস্যজনক ভাবে’খুন’ মুর্শিদাবাদের সুতি থানা এলাকার এক শ্রমিক ।
মৃত ওই শ্রমিক যুবকের নাম আমাই মাঝি (২৮)। তাঁর বাড়ি মুর্শিদাবাদের সুতি থানার হাড়োয়া পঞ্চায়েতের গাম্ভীরা গ্রামে। বেশ কিছুদিন সে চেন্নাই-এর তাম্বারাম নামে একটি এলাকায় বহুতল নির্মাণের কাজ করতে গিয়েছিলেন ওই শ্রমিক। সোমবার সন্ধ্যা নাগাদ সেখানেই তাঁর মৃতদেহ উদ্ধার হয়।
মৃতের পরিবারের অভিযোগ, আমাই মাঝি নামে ওই যুবককে চেন্নাইয়ে খুন করা হয়েছে। ইতিমধ্যেই ময়নাতদন্ত সম্পন্ন করে দেহ বাড়ি নিয়ে আসার বন্দোবস্ত শুরু করেছে পরিবারের লোকজন।
মৃত শ্রমিকের বাড়িতে বৃদ্ধ মা এবং স্ত্রী ছাড়াও তিন নাবালক সন্তান রয়েছে। পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন আমাই মাঝি চেন্নাইতে কাজ করতে গিয়ে তাঁর মৃত্যুর ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন গোটা পরিবার।
চেন্নাইতে আমাই যেখানে কাজ করতেন সেখানে সুতি থানা এলাকার আরও বেশ কিছু যুবক পরিযায়ী শ্রমিকের কাজ করেন। সোমবার রাতে তাঁদের কাছ থেকে আমাই-এর মৃত্যুর খবর পেয়েছে ওই পরিবার। যদিও কীভাবে আমাই-এর মৃত্যু হয়েছে তা সঠিকভাবে জানতে পারেনি পরিবারের সদস্যরা

