নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: শনিবার ২০,ডিসেম্বর :: আরবান ডেভেলপমেন্ট থেকে আজ বসিরহাটের SDO দপ্তরে নোটিশ আসে । বসিরহাট পৌরসভার যে পরিচালন বোর্ড সেই বোর্ড ভেঙে দেওয়ার জন্য ।
সেই নোটিশ SDO দপ্তর থেকে বসিরহাট পৌরসভা সহ পৌরসভার ২৩ জন কাউন্সিলরকেই সেই নোটিশ পাঠিয়ে দেওয়া হয়। চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ সম্পূর্ণ পৌরসভার বোর্ড আজ থেকেই তাদের ক্ষমতাচ্যুত হল ।
প্রশাসক হিসেবে দায়িত্বভার নিলেন বসিরহাটের মহকুমা শাসক । বসিরহাট পৌরসভায় ২৩ টি ওয়ার্ড । ২৩ টি ওয়ার্ডে ২০ জন তৃণমূলের কাউন্সিলর , ১ জন বিজেপির কাউন্সিলার, ১জন কংগ্রেসের কাউন্সিলর, আর ১জন তৃণমূলের কাউন্সিলর মৃত ।
বহুদিন ধরেই পৌরসভার কাউন্সিলরদের ভেতরে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিয়েছিল । যে কারণে উন্নয়ন থমকে ছিল । এরপর সরকারি ভাবে তদন্ত শুরু হয়। তদন্তের পর আজ সন্ধ্যায় মহকুমা শাসকের দপ্তরে নোটিশ এসে পৌঁছায় ।
পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র একটি মেলার (বসিরহাট স্বাস্থ্য ও সংস্কৃতি মেলা) উদ্বোধন অনুষ্ঠানে ব্যস্ত থাকায় তার সঙ্গে যোগাযোগ করা না গেলেও ভাইস চেয়ারম্যান-সুবীর সরকার বলেন-আরবান ডেভেলপমেন্ট থেকে মহাকুমা শাসকের দপ্তরে নোটিশ আসে ।
সেই নোটিশ আমাদের প্রতিটি কাউন্সিলারের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে । আজ থেকে পৌরসভার বোর্ড ভেঙে গেল । মহকুমা শাসক পৌরসভার দায়িত্বে ।
আর এই বিষয়ে বসিরহাটের বাসিন্দা শান্তনু চক্রবর্তী বলেন-বসিরহাটে ভোট হয় না । বুথ দখল করে তৃণমূল জিতে পৌরসভা দখল করে । পৌর নাগরিকরা কোন পরিষেবা পায় না ।
পরিষেবা থেকে পুরোপুরি বঞ্চিত বসিরহাট পৌরনাগরিকরা । বসিরহাট পৌরসভার বোর্ড ভেঙ্গে গেছে খুব ভালো হয়েছে । অনেকদিন আগে এই বোর্ড ভেঙে যাওয়া উচিত ছিল । আশা করবো মহাকুমা শাসক ভালোভাবে চালাবে । নতুন বোর্ড গঠন হলে তারাও ভালোভাবে পরিষেবা দেবে নাগরিককে ।

