নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ৪,এপ্রিল :: চৈত্র মাসের প্রবল দাবদাহে শহরের বিভিন্ন প্রান্তের রাস্তার ধারের গাছগুলোকে বাঁচিয়ে তুলতে জল ছড়ানোর উদ্যোগ নিলো ইংরেজবাজার পুরসভা কর্তৃপক্ষ। ইতিমধ্যে পানীয় জলের পরিষেবা নিয়ে গ্রামগঞ্জে বিস্তার অভিযোগ উঠতে শুরু করেছে।
ঠিক তার উল্টোদিকে শহরের বিভিন্ন রাস্তায় শুকিয়ে যাওয়া গাছকে বাঁচাতেই জল দিয়ে স্প্রের মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করলো ইংরেজবাজার পুরসভা কর্তৃপক্ষ।
উল্লেখ্য, মালদা শহরের নেতাজি সুভাষ রোড, কে.জে. স্যানাল রোড , বাঁধ রোড, মকদমপুর, স্টেশন রোড , রথবাড়িসহ একাধিক এলাকায় রাস্তার ধারে বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ করেছিল সংশ্লিষ্ট পুরসভা কর্তৃপক্ষ।
শহর সাজানো এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতেই দীর্ঘদিন আগেই এই উদ্যোগ গ্রহণ করে ইংরেজবাজার পুরসভা।
কিন্তু চৈত্রের তাপপ্রবাহ শুরু হতেই শহরের রাস্তার বিভিন্ন প্রান্তে গাছ শুকোতে শুরু করেছে। আর সেই গাছের প্রাণ ফেরাতেই এই পরিষেবা দেওয়ার ব্যবস্থা করেছে সংশ্লিষ্ট পুরসভা কর্তৃপক্ষ।