সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বিষ্ণুপুর :: রবিবার ১০,নভেম্বর :: লোকসভা নির্বাচনের পর বেশ কিছুদিন ছুটি কাটিয়ে এবং চোখের অস্ত্র প্রচারের পর আবারও রাজনৈতিক ময়দানে নেমে পড়লেন ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের সাংসদ তথা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শনিবার সন্ধ্যায় নিজের লোকসভা কেন্দ্রে বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে যোগ দেন তিনি ।লোকসভা নির্বাচনের পর থেকেই চোখের চিকিৎসার জন্য বেশ কিছুদিন রাজনৈতিক কর্মসূচির বাইরে ছিলেন। তবে সে কথা অবশ্য তিনি আগেই জানিয়েছিলেন।
বিদেশে অস্ত্রোপচার করিয়ে আসার পরে বিজয়া সম্মিলনীর মাধ্যমে জনসংযোগ শুরু করতে হাজির হন নিজের কেন্দ্রের বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের আমতলায় ।
বৃহস্পতিবার অভিষেকের জন্মদিন ছিল। সেদিন তাঁকে শুভেচ্ছা জানাতে বাড়ির সামনে উপচে পড়ে ভিড়। সেইদিন কাউকেই নিরাশ করেননি অভিষেক। তারপরে এদিন নিজের সংসদীয় এলাকায় নেতা কর্মীদের সঙ্গে ঘরোয়া আলাপচারিতা সেরে নিতে আসেন তিনি।