চোখে মুখে আনন্দের হাসি দাসপুরের পরিচিত পান্তি পিসির – সৌজন্য সাংসদ দেব

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দাসপুর :: গতবছর আমফান ঝড়ের আগে দাসপুর গ্রামের শিখা চক্রবর্তী যাকে গ্রামের সবাই চিনে পান্তি পিসি নামে,সেই পান্তি পিসির ত্রিপল দিয়ে ঢেকে রাখা মাটির বাড়ি খুবই নড়বড়ে ছিল। এমনই অবস্থা ছিল যে ভয়ে সেই ঘরে তিনি থাকতে না পেরে বাইরে আশ্রয় নেন। এই ছবি বিভিন্ন সংবাদ মাধ্যমে বেরোলে তা নজরে পড়ে ঘাটালের সংসদ দীপক অধিকারী যাকে আমরা সবাই দেব বলে চিনি।

দেব তার প্রতিনিধি রামপদ মান্নাকে হস্তক্ষেপ করতে বলেন এবং পান্তি পিসির বাড়ি নতুন করে তৈরি করার সিদ্ধান্ত নেন দেব। তারপরেই সেই পুরানো জীর্ণ মাটির বাড়ি ভেঙে সাংসদ দেব তার ব্যক্তিগত অর্থে এই বাড়িটি করে দেয় তার সঙ্গে দেবের অনুরোধে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেয়।

সাড়ে ৫ লক্ষ টাকা খরচ করে বাড়ি নির্মিত হয়।যার মধ্যে জেলা প্রশাসন থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা সাহায্য করা হয়। বাকি টাকা অর্থাৎ ৪ লক্ষ ২০ হাজার টাকা দেব তার নিজের পকেট থেকে খরচ করেন। বাড়ির মধ্যে দু কামরা ঘর,পায়খানা বাথরুম, রান্নাঘর সবেরই ব্যবস্থা করা হয়েছে।

২৯ আগস্ট পান্তি পিসির গৃহপ্রবেশ অনুষ্ঠান হল।উদ্বোধন করলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস।উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি রামপদ মান্না,ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দিলীপ মাজি। ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন,সাংসদের উদ্যোগে পান্তি পিসির বাড়ি সম্পন্ন হয়েছে,এই কর্মসূচি খুবই ভালো লেগেছে।

সাংসদ প্রতিনিধি রামপদ মান্না বলেন,শেষপর্যন্ত বাড়ি সম্পন্ন করা গিয়েছে।খুবই ভাল লাগছে। মিলেছে আশ্রয়স্থান,মুখে একঝলক হাসি,নতুন বাড়ি পেয়ে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − six =