সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ড হারবার :: শুক্রবার ১১,অক্টোবর :: ডায়মন্ড হারবার: ৫২ তম বর্ষে ডায়মন্ড হারবার যুব বৃন্দ সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটির ভাবনা ময়ূরাক্ষী। ইতিমধ্যেই দর্শনার্থীদের ঢল নেমেছে পূজা মণ্ডপের সামনে। প্রতিবছর বিভিন্ন রকম থিমের চমক নিয়ে হাজির হয় ডায়মন্ডহারবার যুব বৃন্দ সার্বজনীন দুর্গোৎসব।
তাদের ভাবনা ময়ূরাক্ষী। চোখ ধাঁধানো আলোকসজ্জা এবং পুজো মণ্ডপ দেখতে ইতিমধ্যে ডায়মন্ড হারবারে কার্যত যুববৃন্দ সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটির সামনে ভিড় জমিয়েছে দর্শনার্থীরা। কলকাতার কোন নামিদামি পুজো মন্ডপের থেকে কোন অর্থে পিছিয়ে নেই ডায়মন্ড হারবার সার্বজনীন দুর্গোৎসব।
যুব বৃন্দ সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটির এক সদস্য মনীশ গুপ্ত জানান, ভারতের জাতীয় পাখি ময়ূরের আদলের পূজা মন্ডপ সাজিয়ে তোলা হয়েছে। ময়ূরের বিভিন্ন রূপ ফুটিয়ে তোলা হয়েছে পূজা মন্ডপে। ক্লাবে সদস্য রাই এই পূজা মন্ডপ তৈরি করেছে। এলাকার মানুষদের খুবই ভালো লেগেছে এই পূজা মন্ডপ। ভিড় উপছে পড়েছে পূজ মণ্ডপে।