চোপড়ার গুলি কাণ্ডে আহত যুবকের মৃত্যু ,শেষ শ্রদ্ধা সিপিআইএমের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চোপড়া :: বৃহস্পতিবার ২২,জুন :: ১৫ জুন মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় বাম ও কংগ্রেসের মিছিলে গুলি চালানো হয়, ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল চোপড়া।

ঘটনায় আহত সিপিআইএম কর্মী মনসুর আলম, এরপর তাকে শিলিগুড়িতে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। এদিন মৃত্যু হল তার শিলিগুড়ির বেসরকারি নার্সিংহোমে।

মৃতের পরিবারের সাথে সাক্ষাৎ করেন,সিপিআইএমের নেতৃত্ব।।তাঁকে জানানো হয় শেষশ্রদ্ধা। ঘটনার পর আহত সিপিআইএম কর্মী মনসুর আলম এবং তার কাকা নৈমূল হককে শিলিগুড়িতে নিয়ে আসা হয়।মনসুর আলমকে প্রথমে শক্তিগড়ের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়।

পরবর্তীতে খালপাড়ার একটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়।সেখানে দিন ছয়েক লড়াই করবার পড়ে , মঙ্গলবার গভীর রাতে মৃত্যু হল তার।অন্যদিকে নৈমূল হক বর্তমানে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।

এদিন সিপিআইএম কর্মী মনসুর আলমের মৃত্যুর খবর পাওয়ার পরেই নার্সিংহোমে তার পরিবারের সঙ্গে দেখা করতে যান সিপিআইএমের দার্জিলিং জেলা সম্পাদক সমন পাঠক, অশোক ভট্টাচার্য এছাড়া আরো বাম নেতৃত্ব ও সমর্থকরা।

প্রসঙ্গত এই বিষয়ে জানাগেছে বিকেলে ময়নাতদন্তের হয়ে যাওয়ার পরে তার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। মৃতদেহ সংশ্লিষ্ট নার্সিংহোম থেকে বের করার পরে সিপিএম এর তরফে মৃতকে শেষ শ্রদ্ধা জানানো হয়।

এই বিষয়ে বাম নেতা অশোক ভট্টাচার্য জানান, সারা পশ্চিমবঙ্গ ব্যাপী পঞ্চায়েতের যে অধিকার তা নিয়ে সংগ্রাম চলছে।তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের হাতে মনসুর আলম শহীদ হল।এর দায় সম্পূর্ণ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =