নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চোপড়া :: শুক্রবার ৮,মে :: চোপড়ার বুকে আবারো শুরু হলো এমএলএ কাপ ২০২৫ ক্রিকেট টুর্নামেন্ট । বৃহস্পতিবার দাসপাড়া হাইস্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করা হয় । জানা গেছে দাসপাড়া ক্রিকেট কাউন্সিলের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান, চোপড়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ফজলুল হক , রওশন আলম, গায়ত্রী বিশ্বাস সহ আরো অনেকে । জিয়াউল হক জানিয়েছেন, এই টুর্নামেন্ট তৃতীয় তম বর্ষ।
প্রথম পুরস্কার হিসেবে থাকছে নগদ দেড় লক্ষ টাকা সঙ্গে মুফতি জয়নুল হক মেমোরিয়াল চ্যাম্পিয়ন ট্রফি দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে ৭৫ হাজার টাকা সঙ্গে আলহাজ্ব ধন্য মোহাম্মদ মেমোরিয়াল রানার্স আপ ট্রফি। উদ্বোধনী ম্যাচ দেখতে খেলা প্রেমী মানুষদের ভিড় লক্ষ্য করা যায় ।