নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চোপড়া :: বৃহস্পতিবার ১৭,অক্টোবর :: এবার টোটো তে আগুন। চোপড়া থেকে চোপড়া কলেজ মোড়ের দিকে যাচ্ছিল টোটো টি। ঠিক চোপড়া কলেজ পাড়ার সামনেই আগুণ লেগে যায় টোটো টি তে । এতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে চোপড়া কলেজ পাড়ার দোকানদার দের মধ্যে।
প্রত্যক্ষদর্শী ইব্রাহিম জানিয়েছেন টোটো টি চোপড়া হাতিঘিসা মোড় হয়ে কলেজ মোড় দিয়ে যাচ্ছিল। যেতে যেতে হঠাৎ টোটো তে আগুন লেগে যায়। তবে টোটর ওয়ারিং এর সমস্যার কারণেই এমনটা ঘটেছে বলে তিনি অনুমান করেন। তিনি সমস্ত টোটো চালকদের উদ্দেশ্যে বলেছেন যে মাঝে মধ্যে টোটোরও সার্ভিসিং করা উচিত।