নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চোপড়া :: রবিবার ৩১,আগস্ট :: উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের শেখবস্তির বাসিন্দা ৩০ বছর বয়সী মোস্তফা কামাল গত শনিবার দুপুর ২টা থেকে নিখোঁজ।পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি বাড়ি থেকে চোপড়ার উদ্দেশ্যে বেরিয়েছিলেন। এরপর থেকেই তার আর কোনো খোঁজ মিলছে না। মোস্তফা কামালের স্ত্রী নূর বানুর সঙ্গে শনিবার দুপুর ১টা ৫০ মিনিটে তার শেষবার কথা হয়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ করেও কোনো সন্ধান না পাওয়ায় পরিবার এখন স্থানীয় সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়েছে। নিখোঁজ যুবকের বাবা রফিকুল ইসলাম এবং মা হাজরা খাতুন এই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা জনসাধারণের কাছে তাদের ছেলেকে খুঁজে পেতে সাহায্য করার জন্য আবেদন জানিয়েছেন।