নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: বাংলাদেশ যাওয়ার পথে চাপড়া গুঙড়া বর্ডারে এক চোরাচালানকারীর কাছ থেকে ৮২ নম্বর ব্যাটেলিয়ান উদ্ধার করল বিলুপ্তপ্রায় চারটি গোল্ডেন ঈগল । নদীয়ার বাংলাদেশ সীমান্ত চাপড়া, বর্ডারের গুঙরা গেট এলাকা থেকে ৮২ নম্বর সেনা জওয়ানরা এক পক্ষী চোরা চালানকারীর কাছ থেকে চারটি গোল্ডেন ঈগল উদ্ধার করেন।
এরপরে বনদপ্তরের হাতে তুলে দেয় বিএসএফ জওয়ানরা।সূত্রের খবর অনুযায়ী জানা যায়, লুপ্তপ্রায় এই ঈগল আন্তর্জাতিক বাজারে বহু মূল্যের। ওই পক্ষী চোরাকারবারী বাংলাদেশ যাওয়ার পথে গ্রেপ্তার হয়ে বর্তমানে শ্রীঘরে। অন্যদিকে বেথুয়া অভয়ারণ্যে আপাতত ওই চারটি গোল্ডেন ঈগলকে রাখা হয়েছে