মুখে কুলুপ এঁটেছেন স্থানীয়রা।সম্প্রতি হাতে আইন তুলে না নেওয়ার জন্য রাজ্যবাসীকে আহ্বান জানিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তারপরও গণপিটুনিতে যুবকের মৃত্যুুর অভিযোগ উঠল।নির্মীয়মাণ আবাসনে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ মহেশতলায়। ঘটনাটি ঘটেছে মহেশতলা পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডে।
ওই ওয়ার্ডের পশ্চিম জগতলায় এক নির্মীয়মাণ আবাসনে ভোররাতে এক যুবককে চোর সন্দেহে বেধড়ক মারধর করার অভিযোগ ওই নির্মীয়মাণ আবাসনের শ্রমিকদের বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে ওই যুবক। এরপর ভোরে পালিয়ে যান নির্মীয়মাণ আবাসনের শ্রমিকরা।
স্থানীয়দের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ পৌঁছয়। রক্তাক্ত অবস্থায় যুবকের দেহ উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে পাঠায় তারা। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গেছে, মৃত যুবকের নাম দেব দাস।
তাঁর বাড়ি মহেশতলা বাটানগর নুঙ্গি স্টেশন রোড এলাকায়।ঘটনার পর মহেশতলা থানার পুলিশ নির্মীয়মাণ ওই আবাসন ইতিমধ্যেই সিল করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি শ্রমিকদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
এ বিষয় মৃত যুবকের বৌদি কুমকুম দাস জানান, আজ সকালে রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে স্থানীয়রা বেশ কয়েকজন বলছে নাকি চোর সন্দেহে তাকে মারধর করা হয়েছে। পুলিশ এখনো কিছু বলছে না। শুনলাম যে নির্মীয়মান আবাসনে চুরি করতে গিয়েছিল সেই নির্মীয়মান আবাসনের মিস্ত্রীরা তাকে নির্মমভাবে মারধর করেছে।