চোয়াল ফুঁড়ে ঢুকে গেছিলো রড।প্রায় পাঁচ ঘণ্টা সেই রড আটকে ছিলো এক বালকের মুখে।জটিল অস্ত্রপচার করে ওই বালকের প্রাণ বাঁচালেন চিকিৎসকেরা।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: ২৭শে,মার্চ :: হাওড়ার বাকসারা এলাকার বাসিন্দা আদিত্য শর্মা(১১)।সপ্তম শ্রেণীর ছাত্র।গত আঠারো তারিখ বাড়ির সামনে ফুটবল খেলছিলো।সেই বল চলে যায় মাঠ সংলগ্ন পার্কে।বল আনতে গিয়ে পার্কের লোহার রেলিং টপকাতে গিয়ে পড়ে যায়।তখনই রেলিংয়ে বেরিয়ে থাকা রড তার চোয়াল ফুঁড়ে ঢুকে যায়।

আদিত্যর মা গীতা শর্মা জানান ওই অবস্থায় তার ছেলে প্রায় এক ঘন্টার বেশী সময় ছিলো।প্রচুর রক্তক্ষরণ হচ্ছিলো।এরপর লোহার রড কেটে আদিত্যকে নিয়ে আসা হয় নারায়না সুপার স্পেশ্যালিটি হসপিটালেবাঁচার আশা প্রায় ছিলো না।চিকিৎসক(ম্যাক্স জিলো ফেসিয়াল সার্জেন) রামানুজ ঘোষ জানান সঙ্গে সঙ্গে তারা মেডিকেল বোর্ড তৈরি করেন।

প্রাণহানির আশংকা ছিলো।কারন যেভাবে রড ঢুকেছিলো তা শ্বাসনালিতে আটকে যেতে পারতো।প্রায় তিন ঘন্টা জটিল অস্ত্রপচার করে রড বের করা হয়।হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আদিত্য জানায় এখন সে অনেকটাই সুস্থ।চিকিৎসকেরা জানান এখন পুরোপুরি বিপদমুক্ত আদিত্য।হাসপাতাল ও চিকিৎসকদের ভূমিকায় খুশি পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =