চ্যাংড়াবান্ধা ট্র্যাক অনার্স অ্যাসোসিয়েশনের বর্তমান কমিটির ওপর বিভিন্ন অভিযোগ তুলে সাধারণ সভা অনুষ্ঠিত হলো চ্যাংড়াবান্ধা মিনি বাসস্ট্যান্ডে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চ্যাংড়াবান্ধা : শনিবার ১১,অক্টোবর :: নানা টানাপোড়নের পর চ্যাংড়াবান্ধা ট্র্যাক অনার্স অ্যাসোসিয়েশনের বর্তমান কমিটির ওপর বিভিন্ন অভিযোগ তুলে সাধারণ সভা অনুষ্ঠিত হলো চ্যাংড়াবান্ধা মিনি বাসস্ট্যান্ডে।

বেশ কয়েকদিন থেকে চ্যাংড়াবান্ধা ট্র্যাক ওনার্স এসোসিয়েশনের বর্তমান সম্পাদক আব্দুল সামাদ ও অন্যান্য পদাধিকারীদের বিরুদ্ধে আর্থিক তছরূপ সহ নানা অভাব অভিযোগ তুলে সরব হয়েছিল বেশ কয়েকজন ট্র্যাক মালিক, এদিন তা বৃহৎ আকারে দেখা দিল ।

এই সাধারণ সভায়, সভায় উপস্থিত ছিলেন ট্রাক মালিক ইয়াজুল হক, গৌতম সরকার, চিত্তগোপাল মণ্ডল, মজিদ ইসলাম, মোস্তফা ইসলাম সহ অন্যারা, এই সভা থেকে বর্তমান সম্পাদক আব্দুল সামাদকে বরখাস্ত করে আগামী কয়েকদিনের মধ্যে নতুন করে নির্বাচনের ডাক দেন তারা।

নির্বাচন কমিটির চেয়ারম্যান করা হয় ট্রাক মালিক অমরজিৎ রায়কে, এদিনের এই সভা থেকে তেনারা আরো বলেন আজকের পর থেকে আব্দুল সামাদকে আমরা ট্রাক মালিকরা সম্পাদক হিসেবে আর মানবো না, এদিনের সভাকে সাফল্যমণ্ডিত করতে উপস্থিত ছিলেন চ্যাংড়াবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক উত্তম সরকার,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 10 =