নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মায়াপুর :: সোমবার ২৪,ফেব্রুয়ারী :: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের কাছে পাকিস্তান বধ হওয়ার পর আনন্দ উচ্ছ্বাসে ফেটে পড়ল ইসকন ভক্তরাও। এদিন ভারত জয়ের আনন্দে কেক কেটে সেলিব্রেশন করল ইসকনের দেশী ও বিদেশী ভক্তরা। পাকিস্তানকে হারানোর আনন্দ থেকে বাদ যায়নি বিদেশি ভক্তও।
একদিকে যেমন গোটা ভারত তাকিয়ে ছিল এই ম্যাচের দিকে অন্যদিকে ইসকন ভক্তদেরও চোখ ছিল পাকিস্তানকে পরাজিত করার দিকেই। আর খেলা শুরু হতেই উচ্ছ্বাসে ফেটে পড়লো, কৃষ্ণানুরাগীরা।
ইস্কনের কীর্তন মেলায় যোগ দিতে আসা জি কে ডি, বিদেশী ভক্ত দয়াল গোবিন্দ দাসরা ক্রিকেট ময়দানে যেতে না পারলেও ভারত জয়ের আনন্দ উপভোগ করলো ঘরে বসেই।
শুধু তাই নয়, ম্যাচ শুরুর আগে আই আই টি বাবা যে ভবিষ্যতবানী করেছিলেন পাকিস্থান জিতবে বলে তারও কঠোর সমালোচনা করলেন ইস্কোনের ভক্তরা। এ বিষয়ে ইসকন ভক্ত অলয় গোবিন্দ দাস জানান,
উনি কুম্ভ থেকে ভাইরাল হয়েছেন ঠিকই কিন্তু ভারত বর্ষে বসবাস করে ভারতের খেয়ে তার এমন সমালোচনা করা ঠিক হয়নি। তিনি মানসিক বিকারগ্রস্ত কিংবা নেশাগ্রস্ত অবস্থাতে এমন কথা বলেছেন বলে জানান।