নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: সোমবার ১০,মার্চ :: বাঁকুড়া শহরে উল্লাস পোদ্দারপাড়া জুগিপাড়া ফটকা ফাটিয়ে বাজনা বাজিয়ে উল্লাস সাধারণ মানুষের। অকাল দেওয়ালি, আগেভাগেই হোলি, সারা ভারতের সাথে জেলা বাঁকুড়াতেও।
অপ্রতিরোদ্ধ ভাবে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি সেরা শিরোপা। আর সেই আনন্দে মাতলো বাঁকুড়াও। এদিন জাতীয় পতাকা হাতে রাজপথে নেমে নাচ গান হইহুল্লোড় সঙ্গে চলে আতশ বাজির প্রদর্শনী।