নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুবরাজপুর :: শনিবার ২৫,অক্টোবর :: পুজোর আগে বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে ১২ নম্বর ওয়ার্ডের নায়েক পুকুরের ঘাট ও আগাছা পরিষ্কার করার কাজ চলছে জোরকদমে।
সেখানে পরিদর্শনে যান দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পান্ডে, দুবরাজপুর থানার ওসি মনোজ সিং ও ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাগর কুণ্ডু। তারা প্রত্যেকেই হাজির হয়ে সেখানে ঘাট গুলি পরিদর্শন করেন।
পৌর প্রধান পীযূষ পান্ডে জানান, আমাদের এখানে প্রচুর হিন্দীভাষী মানুষের বসবাস। তাই তাঁরা এই ছটপুজো করে থাকেন।
দুবরাজপুর পৌরসভার অন্তর্গত চারটি পুকুরে এই পুজো হয়ে থাকে, যেমন ১২ নম্বর ওয়ার্ডের নায়েক পুকুর, ৩ নম্বর ওয়ার্ডের নায়েকপাড়ার বাঁধাপুকুর, ৯ নম্বর ওয়ার্ডের সাতকেন্দুরিতে একটি পুকুর এবং ২ নম্বর ওয়ার্ডের রঞ্জন বাজারের দুধ পুকুর। তাই আজ নায়েক পুকুরে ঘাট পরিষ্কার এবং আগাছা পরিষ্কারের কাজ জোরকদমে চলছে।
এই চারটি পুকুরের মধ্যে নায়েকপুকুরে সবথেকে বেশী ভীড় হয়। যেদিন পুজো হয় সেদিন আমি এবং আমার কাউন্সিলররা সেখানে উপস্থিত থাকি। তাছাড়াও রঞ্জনবাজারের দুধপুকুরে ঘাট পরিদর্শন করলেন দুবরাজপুর থানার ওসি মনোজ সিং। সাথে ছিলেন বিশিষ্ট সমাজসেবী কল্যাণ চক্রবর্তী।

