নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাটোয়া :: মঙ্গলবার ২৮,অক্টোবর :: পবিত্র ছটপুজোতে মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়াতে চাঞ্চল্য। পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার দেবরাজ ঘাটে পূণ্যস্নান করতে নেমে ভাগীরথীর জলে তলিয়ে গেল দুই তরুণ।
তাঁদের নাম শিবম সাউ বয়স ২৫বছর। ও সুজন সাউ বয়স ১৮বছর। খবর পেয়ে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ পৌঁছে তল্লাশি শুরু করেছে, তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁদের সন্ধান মেলেনি।
এদিন সূর্যদেব ও ছঠী মাইয়ার আরাধনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে উৎসবের আবহে ঘাটে ঘাটে ভিড় জমিয়েছিলেন পূণ্যার্থীরা। কাটোয়ার দেবরাজঘাটেও সকাল থেকেই ভিড় ছিল উপচে পড়া। সেই সময়ই পূণ্যস্নান করতে নেমে দুই তরুণ জলে তলিয়ে যায়। মুহূর্তের মধ্যে উৎসবের আনন্দে নেমে আসে শোকের ছায়া।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় বিপর্যয় মোকাবিলা বিভাগের দল ও পুলিশ নজরদারি বোট। তল্লাশি অভিযান শুরু হয়। উপস্থিত হন কাটোয়া মহকুমা পুলিশ আধিকারিক কাশীনাথ মিস্ত্রি, তাঁর নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘাটের চারপাশে তল্লাশি চালাচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কাটোয়ার দেবরাজঘাট অত্যন্ত বিপদজনক এলাকা, প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে।
কিন্তু বারবার প্রাণহানির পরও ঘাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রশাসন বা তৃণমূল পরিচালিত পুরসভা কোনো পদক্ষেপ নেয়নি। তাঁদের অভিযোগ, বারবার সতর্ক করা হলেও প্রশাসনের উদাসীনতায় এমন মর্মান্তিক ঘটনা ঘটছে বারবার।

