নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ভাটপাড়া :: মঙ্গলবার ২৮,অক্টোবর :: ছট পুজো মূলত হিন্দিভাষী এলাকায় এই পুজোর রীতি বহু পুরনো। নিষ্ঠা মেনেই ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন গঙ্গার ঘাটে সূর্য অস্ত যাওয়ার আগেই ছট পুণ্যার্থীরা জগদ্দল ভাটপাড়ার বিভিন্ন এলাকায়
ছট পুজোর শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আতপুর ফেরিঘাট থেকে লঞ্চে চেপে সুকান্ত মজুমদার রওনা দেন কাকিনারা গঙ্গার ঘাটের উদ্দেশ্যে। গঙ্গা তীরবর্তী বেশ কয়েকটি জায়গায় লঞ্চ দাঁড় করিয়ে ছট পুণ্যার্থীদের শুভেচ্ছা জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।
তার সাথে ছিলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ, প্রাক্তন সভাপতি সন্দীপ ব্যানার্জি ও অন্যান্য। তবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, কাল থেকেই বাংলায় এসআইআর চালু হচ্ছে। ইতিমধ্যে এটা জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশন। ভোটার তালিকা খুঁজে বার করতে কমিশনের এই ভূমিকা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

