ছত্তিসগড়ে মাওবাদীদের নিশানায় শিক্ষকরা, অপহরণের পর খুন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ছত্তিসগড় :: শনিবার ৩০,আগস্ট :: ছত্তিসগড়ে ফের মাওবাদী দুষ্কৃতীদের নৃশংসতা প্রকাশ্যে এল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জঙ্গল লাগোয়া একটি গ্রাম থেকে এক স্কুলশিক্ষককে অপহরণ করে নিয়ে যায় মাওবাদীরা। পরে ওই শিক্ষককে নির্মমভাবে খুন করা হয়।ঘটনার পর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ও আধাসামরিক বাহিনী ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে অভিযানে নেমেছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, গ্রামীণ এলাকায় শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিতে এবং স্থানীয় মানুষদের ভীত সন্ত্রস্ত করে নিজেদের আধিপত্য বজায় রাখতেই মাওবাদীরা এ ধরনের আক্রমণ চালাচ্ছে।

নিহত শিক্ষককে “শিক্ষাদূত” বলে উল্লেখ করে গ্রামবাসীরা জানান, তিনি দীর্ঘদিন ধরে আদিবাসী শিশুদের পড়াশোনায় উৎসাহিত করতেন।

এই ঘটনায় রাজ্য জুড়ে নিন্দার ঝড় উঠেছে। শিক্ষকের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে সরকার। একইসঙ্গে নিরাপত্তা জোরদার করার কথাও ঘোষণা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − 7 =