সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সুন্দরবন :: চলতি বছরে একাধিক বার বাঘের দেখা পেয়েছেন সুন্দরবনে আগত পর্যটকরা । শুক্রবারও সুন্দরবনে বেড়াতে আসা একাধিক পর্যটকদের দল সুন্দরবন জঙ্গলে বাঘের দেখা পেয়েছেন বলে দাবী সুন্দরবনে পর্যটন ব্যবসার সাথে যুক্ত ট্যুর অপারেটরদের। উল্লেখ্য শীতকাল মানেই দেদার আনন্দ আর চড়ুইভাতি।
আর সাথে সাথে অবশ্যই ভ্রমণ।শুক্রবার উত্তর ২৪ পরগনার নৈহাটি থেকে একদল পর্যটক পাড়ি দিয়েছিলেন সুন্দরবনের উদ্দেশ্যে।আর সেখানেই সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত বসিরহাট রেঞ্জের ঝিলা ১ নম্বর জঙ্গলেই দেখতে পেলেন রয়্যাল বেঙ্গল টাইগার কে। স্বাভাবিক কারণেই নিজেদের সামনে থেকে বাঘের চাক্ষুষ দর্শন পাওয়ায় দারুণ উৎফুল্ল পর্যটকরা।
শুক্রবার যখন নৈহাটির ওই পর্যটকরা বোটে করে ঝিলা ১ নম্বর জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিলেন সেই সময় তাদের নজরে আসে যে, নদীর পাড় বরাবর একটি বাঘ নদীর জলে নামার চেষ্টা করছে।অনেকক্ষণ ধরেই সেই বাঘটির দর্শন পায় পর্যটকদের দল। যদিও ওই পর্যটকরা কোনভাবেই সময় নষ্ট করেননি।তারা সেই মুহূর্তে দুর্লভ দৃশ্য মোবাইল বন্দি করেন।