নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাহেশ :: সকাল থেকে হুগলি শ্রীরামপুর মাহেশের রথের চিত্রটা ছিল এইরকম | ভক্তদের ভিড় সময় যত বেড়েছে পাল্লা দিয়ে ভিড়ও বেড়েছে |
করোনা আবহাওয়া কাটিয়ে এ বছর জগন্নাথ মন্দির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সহযোগিতায় নতুনভাবে সেজে উঠেছে। তাই কড়া পুলিশী নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে এলাকা। রথ বিকেলের টানের অপেক্ষায় সকালে জগন্নাথ মন্দিরের সামনে জগন্নাথ বলরাম সুভদ্রাকে বার করা হয়, ভক্তরা পুজো দিতে ভিড় জমান এখানে পুজো দেওয়ার পর
বিকালের দিকে রথে চেপে জগন্নাথ মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন এবারেও লক্ষ লক্ষ মানুষের ভিড় অনুমান করা হচ্ছে।
এদিন মহেশে আসেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়,মদন মিত্র স্থানীয় বিধায়ক সহ অন্যান ভি আই পি রা | শৃঙ্খলার মধ্য দিয়ে শুরু হয় যাত্রা |