ছাঁটাই হওয়া শিক্ষকদের উপরি পুলিশি অত্যাচার, এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে বৃহস্পতিবার বর্ধমানে বিজেপির প্রতিবাদ,

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ১১,এপ্রিল :: সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ের জেরে ছাব্বিশ হাজারেরও বেশি শিক্ষক-শিক্ষিকা চাকরি হারিয়েছেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে রাজ্যজুড়ে শুরু হয়েছে প্রবল প্রতিবাদ।

বুধবার ডিআই দপ্তরের বিরুদ্ধে রাজ্যজুড়ে আন্দোলনে সামিল হন হাজার হাজার ছাঁটাই হওয়া শিক্ষক-শিক্ষিকা। তাঁদের দাবি—চাকরি ফেরানো হোক এবং একটি নিরপেক্ষ যোগ্য-অযোগ্য তালিকা তৈরি করা হোক।

বৃহস্পতিবার এই আন্দোলন একপ্রকার রণক্ষেত্রের চেহারা নেয়। বিভিন্ন জায়গায় পুলিশের লাঠিচার্জে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি, এই প্রেক্ষিতে এদিন পূর্ব বর্ধমানে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয় জেলা বিজেপি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করতে গেলে পুলিশ বাধা দেয়, এবং তার জেরে ফের অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিবেশ। বিজেপি জেলা সভাপতি অভিজিৎ তা বলেন,

“শিক্ষকদের সঙ্গে যে অবিচার হয়েছে, সেটা আমরা বরদাস্ত করব না। এই আন্দোলন শুধুমাত্র শিক্ষকদের চাকরি ফেরানোর দাবিতে নয়, এটা রাজ্য সরকারের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে এক প্রতিবাদ। পুলিশ যদি শান্তিপূর্ণ প্রতিবাদেও বাধা দেয়, তাহলে মানুষ এর জবাব দেবে রাস্তায় নেমে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + seven =