সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সুন্দরবন :: ছাগলের টোপেই কাত দক্ষিণরায়। অবশেষ খাঁচাবন্দী গোসাবার মথুরাখণ্ড এলাকার ত্রাস রয়্যাল বেঙ্গল। মঙ্গলবার রাতে বনদপ্তরের পাতা খাঁচায় ধরে দেয় সে। বুধবার বাঘটিকে সজনেখালিতে নিয়ে যাওয়া হচ্ছে। শারীরিক পরীক্ষার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে তাকে। দক্ষিণরায় খাঁচাবন্দী হওয়ায় হাফ ছেড়ে বেঁচেছেন ব্যাঘ্র প্রকল্পের কর্মীরা এবং এলাকাবাসীরা।
সোমবার রাতে ম্যানগ্রোভ জঙ্গল ছেড়ে গোসাবার বালি মথুরাখণ্ড গ্রাম পঞ্চায়েতের লোকালয়ে ঢুকে পড়েছিল পূর্ণবয়স্ক বাঘটি। বেশ কয়েকটি গবাদি পশুও তার হামলায় খতম হয়। এর পর এলাকাবাসীর চিৎকার-চেঁচামেচিতে বাঘটি লোকালয় সংলগ্ন জঙ্গলে আশ্রয় নেয়। সেই আতঙ্কে ঘুম উড়েছিল এলাকাবাসীর। খবর পেয়ে ঘটনাস্থলের আসে বনদপ্তরের কর্মীরা।
সন্ধে হতেই গোটা গ্রাম হ্যালোজেনের আলোয় মুড়ে ফেলা হয়। পাতা হয় জালও। দু’প্রান্তে দুটি খাঁচাও পাতা হয়েছিল। দেওয়া হয় ছাগলের টোপও। সেই টোপ গেলে বাঘ। রাতের দিকে ছাগলের লোভে খাঁচায় ঢোকে বাঘটি। সে আপাতত সুস্থই আছে বলে খবর। সজনেখালিতে নিয়ে গিয়ে তার একপ্রস্থ চিকিৎসা করা হবে। বনদপ্তর আশা করছেন, সবকিছু ঠিকঠাক থাকলে আজই তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হতে পারে।