ছাঙ্গু লেকের জল জমে বরফ – পর্যটকদের ভিড় সিকিমে

সজল  দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: গ্যাংটক :: রবিবার ২৮,জানুয়ারি : : প্রতিবেশী রাজ্য সিকিমেয় ব্যাপক ঠান্ডা পড়েছে এবার। রীতিমতো তুষারপাত এর ঘটনা ঘটছে।গত তিনদিন থেকে একেবারেই তলানিতে নেমে গেছে তাপমাত্রা। সিকিমের বিভিন্ন এলাকায় তুষারপাতের ঘটনার খবর শুনতেই ভীড় করছেন অনেক পর্যটকই।

অনেকেই সিকিমে তুষারপাতের ঘটনার সাক্ষী হতে পাড়ি দিয়েছেন। ছাঙ্গু লেকের জল জমে বরফ হয়ে গিয়েছে, সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন অনেকেই। সিকিমে এখন শুধুই পর্যটকদের ভিড় হোটেলগুলিতে তিল ধারণের জায়গা নেই। এদিকে আবহাওয়া দপ্তর সূত্র জানানো হয়েছে আবারও তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমে।

বেশকিছু রাস্তাঘাট ঘরবাড়ি বরফের চাদরে আবৃত হয়ে পড়েছে। দারুন সুন্দর লাগছে জায়গাগুলিকে, আর এই দৃশ্যই উপলব্ধি করতে প্রচুর পর্যটক সিকিমে পাড়ি দিচ্ছেন। সিকিম যেন পর্যটকদের কাছে স্বর্গরাজ্য হয়ে উঠেছে। প্রতিদিনই প্রচুর পর্যটকের আগমন ঘটছে। পর্যটন ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + 14 =