নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: বুধবার ২০,সেপ্টেম্বর :: বুদ্ধি, সমৃদ্ধি ও সৌভাগ্যের সর্বোচ্চ দেবতা হিসেবে পরিচিত গণেশ পূজাতেও এবার থিমের ছোঁয়া। বাঁকুড়ার ছাতনার কমলপুর শালডিহা যুব সংঘের তৃতীয় বর্ষের গণেশ আরাধণায় এবার থিম হিসেবে ‘চন্দ্রযান-৩’ উপস্থাপিত করা হয়েছে।
প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে বাঁকুড়া জেলার,বিভিন্ন অংশে শিব ও পার্বতীর পূত্রের পূজার সংখ্যা ক্রমবর্দ্ধমান। ফলে শারদোৎসবের আগেই এই পূজোকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।
অন্যদিকে পূরাণ মতে, প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গজানন তাঁর ভক্তদের সমস্ত মনস্কামনা পূর্ণ করতে মর্ত্যে অবতীর্ণ হন। আর সেই বিশ্বাস থেকেই বাঁকুড়ার মতো প্রান্তিক জেলাতেও গণেশ পূজোর চল বাড়তে শুরু করেছে।