ছাত্রকে মারধরের অভিযোগ স্কুলে কর্তৃপক্ষের বিরুদ্ধে, সোনারপুরের ঘটনায় শোরগোল

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সোনারপুর :: মঙ্গলবার ১৫,জুলাই :: সোনারপুর:ষষ্ঠ শ্রেণীর ছাত্রকে মারধর ৷ উঁচু ক্লাসের ছাত্রদের দিয়ে ধরে এনে তাকে মারধর করার অভিযোগ স্কুলের টিচার ইনচার্জের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার রামকমল বিদ্যাপীঠে ৷

স্কুলের ইনচার্জ জ্যোতির্ময় মন্ডলের বিরুদ্ধে মারধর করার অভিযোগ ৷ শনিবার স্কুল ছুটি হয়ে যাওয়ার পর এই ঘটনা ঘটে ৷ প্রাইভেট টিউশান প়ড়তে যাওয়ার সময় তাকে স্কুলের মধ্যে ডেকে নিয়ে এসে মারধর করা হয় ৷ সেইসময় স্কুল ফাঁকা ছিল ৷ এরফলে অসুস্থ ছাত্র ৷

তাকে হাসপাতালেও ভর্তি করা হয় ৷ সারা শরীরে মারার দাগ দেখতে পান তার মা ৷ এই বিষয়ে স্কুলের সাথে যোগাযোগ করা হলে স্কুল কতৄপক্ষ কোনও সহযোগিতা করেনি ৷ উল্টে ছাত্রের কেরিয়ার নষ্ট করে দেওয়ার হুমকি দেওয়া হয় ৷

হাত, পা, কনুই সহ শরীরের বিভিন্ন অংশে চোট লেগেছে ৷ আতঙ্কে স্কুলে আসতে চাইছেন না ছাত্র ৷ এই ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের ৷ টিচার ইনচার্জকে বারবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি ৷

আক্রান্ত ছাত্র দীপ নস্কর বলেন,শনিবার প্রাইভেট টিউশন পড়তে যাচ্ছিল। সেই সময় তাকে স্কুলের মধ্যে ডেকে নিয়ে গিয়ে মারধর করা হয়৷ সেই সময় স্কুল ফাঁকা ছিল। সারা শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান তার মা।

ছাত্রের বাবা বলেন,স্কুলের ভিতর ডেকে নিয়ে গিয়ে আমার ছেলেকে মারা হয়েছে। কোনও শিক্ষক কী করে এমন অমানবিক কাজ করতে পারে?’ দীপের মা বলেন, ‘ছেলের সারা শরীরে আঘাতের দাগ রয়েছে। ও ভয়ে কাঁপছে। স্কুলেই যেতে চাইছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =