নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: মঙ্গলবার ২৫,মার্চ :: ছাত্রীদের সাথে অশালীন আচরণের অভিযোগে স্কুলের সামনে বিক্ষোভ অভিভাবকদের । ইতিমধ্যেই তিন স্কুল শিক্ষকের বিরুদ্ধে অশালীন আচরণের ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমা।
সেই আবহেই আবার প্রাথমিক স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের সাথে অশালীন আচরণের অভিযোগ উঠলো। ঘটনাটি ঘটেছে নাদনঘাট থানার নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত ধোবা গোয়ালপাড়া এফ. পি.স্কুলে।
অভিভাবকদের অভিযোগ এই স্কুলের এক শিক্ষক লিটন কীর্তনীয়া অনেকদিন ধরেই ছাত্রীদের সাথে অশালীন আচরণ করছেন। শিক্ষকের এই আচরণের জন্য কয়েকজন ছাত্রী রীতিমতো ভয়ে স্কুলে আসা বন্ধ করে দিয়েছে।
দিনের পর দিন মেয়ে কেন স্কুলে যাচ্ছেনা তার কারণ জানতে চাইলে অভিভাবকরা গোটা বিষয়টি জানতে পারে। আজ তারা স্কুলের সামনে বিক্ষোভে ফেটে পড়েন। অভিভাবকরা প্রধান শিক্ষকের কাছেও তাদের ক্ষোভ উগরে দিয়ে বিচারের দাবি জানান। যদিও অনেকেই আবার বিষয়টি ধামাচাপা দিতে তৎপর ।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। যদিও অভিযুক্ত শিক্ষকের আজ দেখা পাওয়া যায়নি।