ছাত্রীদের হস্টেলমুখী করতে পদক্ষেপ দুবরাজপুর ব্লক প্রশাসনের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুবরাজপুর :: মঙ্গলবার ২৪,ডিসেম্বর :: দুবরাজপুর ব্লকের যশপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যশপুর উচ্চ বিদ্যালয়ের কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় হস্টেল পরিদর্শন করলেন দুবরাজপুরের বিডিও রাজা আদক, দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেন, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বুদ্ধদেব হেমব্রম, দুবরাজপুর দক্ষিণ চক্রের এসআই সৌরিশ চ্যাটার্জি সহ আরও অনেকে।

ছাত্রীদের এই হস্টেলে আসন সংখ্যা ৭৫। তবে বর্তমানে ছাত্রী রয়েছে ১৫ জন। আর এই কম ছাত্রী থাকার কারণেই চিন্তায় রয়েছে ব্লক প্রশাসন। এই হস্টেলে থাকা-খাওয়া, পড়াশোনা করা সবই বিনামূল্যে। তা সত্ত্বেও কেন ছাত্রীরা এখানে থাকতে চাইছে না তা সরজমিনে খতিয়ে দেখতে যান দুবরাজপুরের ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসন।

জানা গেছে, করোনা মহামারীর আগে এই হোস্টেলে ছাত্রীর সংখ্যা ৭৫ জনই ছিল। কিন্তু করোনা পরবর্তী সময়ে সেই ছাত্রীর সংখ্যা আর নেই। এত সুরক্ষা সত্ত্বেও কেন ছাত্রীর সংখ্যা কম? তাই নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। এদিন জেলা প্রশাসনের নির্দেশে দুবরাজপুর ব্লক প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য দপ্তর, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ও কর্মাধ্যক্ষরা সহ শিক্ষকদের নিয়ে একটি মিটিং হয়।

তারপর ওই হাই স্কুলের পাশে থাকা ছাত্রীদের হস্টেল পরিদর্শন করেন প্রত্যেকেই। ছাত্রীদের সঙ্গে তাদের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা বলেন দুবরাজপুরের বিডিও এবং দুবরাজপুর থানার ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four − 3 =