ছাত্র-ছাত্রীদের হাতে তৈরি ‘অপারেশন সিঁদুর’! গঙ্গাসাগরের মণ্ডপে সরস্বতী পুজোয় বড় চমক

নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: শুক্রবার ২৩,জানুয়ারি :: বিদ্যার দেবী মা সরস্বতীর আরাধনায় যখন মেতেছে গোটা বাংলা, তখন এক অনন্য নজির সৃষ্টি করল দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের কচুবেড়িয়া ইয়ুথ কেরিয়ার কোচিং সেন্টার-এর ছাত্র-ছাত্রীরা।

কেবল বই-খাতায় সীমাবদ্ধ না থেকে, সৃজনশীলতার এক অনন্য নিদর্শন তুলে ধরেছে তারা। তাদের এ বছরের পুজোর মূল আকর্ষণ হলো বিশেষ থিম— ‘অপারেশন সিঁদুর’। কোনো পেশাদার শিল্পী নয়, বরং কোচিং সেন্টারের একঝাঁক পড়ুয়া দিন-রাত এক করে নিজেদের হাতে তৈরি করেছে এই অভিনব মণ্ডপ।

জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে হাড়ভাঙা খাটুনি আর অদম্য জেদকে সম্বল করে ছাত্র-ছাত্রীরা এই মণ্ডপটি সাজিয়ে তুলেছে। ‘অপারেশন সিঁদুর’ থিমটির মাধ্যমে এক বিশেষ বার্তা দেওয়ার চেষ্টা করেছে তারা, যা দেখতে এখন থেকেই ভিড় জমাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 1 =