কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: ছাত্র নেতা আনিষ খানের মৃত্যু নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিলেন বিজেপির রাজ্য সভাপতি। আজ মালদায় নির্বাচনী প্রচারে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন পুলিশ নিজের দায় অন্য কারোর উপর চাপিয়ে দিতে পারে না।
অন্য রাজ্য থেকে প্রবাসী বাঙালি এসে পরিষ্কার বাংলায় কথা বলতে পারে না। পুলিশের পোশাক পরে যারা এসেছিলেন তারা এই রাজ্যের।
আনিষ খান কখন জলসা দেখতে গিয়েছিল বা কখন বাড়ি ফিরবে তা অন্য রাজ্যের ব্যাক্তির পক্ষে জানা সম্ভব নয়।