নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শনিবার ২,সেপ্টেম্বর :: আজকের বৈঠকে রাগিং রুখতে যে আলোচনা হয় সেখানে বেশকিছু ছাত্র সংগঠন বলেছে যে, যা সিদ্ধান্ত নেওয়ার সেটা অল স্টেক হোল্ডার বৈঠকে নিতে হবে। সিসিটিভি বসানো নিয়ে কোথায় কোথায় সিসিটিভি বসবে সেটা ছাত্র সংগঠনকে জানাতে হবে।
শুধু তাইনয়, মিডিয়া নাকি পড়ুয়াদের নামে মিথ্যা তথ্য সংবাদে পরিবেশন করছে। তাই সংবাদ মাধ্যমকে সংযত হয়ে সংবাদ পরিবেশনের আরজি উপাচার্য এর। পড়ুয়াদের চাপে উপাচার্য বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের কাছে আবেদন করেন বলে জানিয়েছেন বুদ্ধদেব সাউ। উপাচার্যকে চাপ দেন ছাত্র সংগঠনগুলি। ছাত্র সংগঠনের এহেন ভূমিকা নিয়ে বড়সড়ো প্রশ্ন উঠল।
উপাচার্য পড়ুয়াদের বলেছেন সংবাদ মাধ্যমের সংবাদ নিয়ে তারা যে দাবি করছে তার স্বপক্ষে যদি প্রমাণ দিতে না পারে তাহলে সংশ্লিষ্ট পড়ুয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শুধু নয় পাশাপাশি উপাচার্য নিজে সংবাদ মাধ্যমের সামনে এসে ক্ষমা চাইবেন।।