নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: বৃহস্পতিবার ৯,জানুয়ারি :: ঝাল মুড়ি, চাওমিন, ফুচকা, ঘুগনি সহ নানান তেলেভাজা। শিক্ষা প্রাঙ্গণের ভেতরেই খাদ্য মেলা। অভিনব উদ্যোগ দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি উচ্চ বিদ্যালয়ের। রাজ্যজুড়ে সরকারি বিদ্যালয়গুলিতে চলছে ছাত্র সপ্তাহ। সেই ছাত্র সপ্তাহে ছাত্র-ছাত্রীদের নিয়ে নানান কর্মসূচি চলছে বিদ্যালয় গুলিতে।
ছাত্র সপ্তাহের শেষ দিনে দুর্গাপুরে নেপালি পাড়া হিন্দি উচ্চ বিদ্যালয় এর অভিনব উদ্যোগ খাদ্য মেলা। এই খাদ্য মেলায় পড়ুয়ারা ছিল বিক্রেতা। কেউ এনেছিল ঝালমুড়ি কেউ এনেছিল ঘুগনি, চপ, পিঠেপুলি, চাউমিন পাস্তা সহ প্রায় কুড়ি রকমের খাবার। আবার ক্রেতা ছিল পড়ুয়াদের অভিভাবকরা ও এলাকাবাসীরা। এই মেলাকে ঘিরে বাড়তি উন্মাদনা ছিল এলাকাবাসীর মধ্যেও।
বিদ্যালয় এর প্রধান শিক্ষক ডা. কলিমুল হক বলেন,ছাত্র সপ্তাহে আমাদের আজকের অভিনব উদ্যোগ ছাত্র-ছাত্রীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ে এই ধরনের উদ্যোগ নেওয়া হলে। পড়ুয়ারা তো খুবই খুশি পাশাপাশি অভিভাবকরা ও এলাকাবাসীরাও সামিল হয়েছেন আজকের মেলায়।
এই মেলায় উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম ও পশ্চিম বর্ধমান অতিরিক্ত জেলা শাসক(এডুকেশন) সঞ্জয় পাল ।