নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পূর্বস্থলী :: রবিবার ১১,জানুয়ারি :: হনুমানের আতঙ্কে অতিষ্ঠ পূর্ব বর্ধমান জেলার, পূর্বস্থলী এক ব্লকের রাজারপুর এলাকার বাসিন্দারা। গত তিন থেকে চার দিন ধরে একটি হনুমান এলাকাজুড়ে ব্যাপক উৎপাত চালাচ্ছে বলে অভিযোগ করে রবিবার স্থানীয়রা।
এলাকাবাসীদের দাবি, ওই হনুমানটি মানুষের বাড়িতে ঢুকে খাবার খেয়ে নিচ্ছে। শুধু তাই নয়, কাউকে কামড়াতে যাওয়া, কাউকে তাড়া করা— এমন একাধিক ঘটনার সাক্ষী হয়েছেন বাসিন্দারা। ফলে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার মানুষজন।
এদিন এক গৃহবধূ জানান “আমি ছাদে কাপড় মেলতে গিয়েছিলাম। হঠাৎই হনুমানটি ছাদের মধ্যেই তাড়া করে। আর একটু হলেই ছাদ থেকে পড়ে যেতাম। বড়সড় বিপদ ঘটতে পারত”।
অন্যদিকে, একইভাবে এক বৃদ্ধকেও হনুমানটি তাড়া করেছে বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, বাড়ির বাইরে বেরোলেই হনুমানটি আক্রমণাত্মক হয়ে উঠছে, শিশু ও বৃদ্ধদের নিয়ে চরম উদ্বেগে রয়েছেন তাঁরা।
এই পরিস্থিতিতে আতঙ্কিত এলাকাবাসীরা অবিলম্বে বনদপ্তরের হস্তক্ষেপ দাবি করেছেন।তাঁদের দাবি, দ্রুত এসে হনুমানটিকে নিরাপদে উদ্ধার করে অন্যত্র নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হোক, যাতে এলাকায় স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসে।

