নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেদিনীপুর :: শনিবার ২৩,মার্চ :: মেদিনীপুর শহরের সাংস্কৃতিক সংগঠন ছান্দসিক আবৃত্তি চর্চা কেন্দ্রের পঞ্চম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো রবীন্দ্র নিলয়ে সভাগৃহে। বিশিষ্ট অতিথিবৃন্দের উপস্থিতিতে পঞ্চপ্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাচিক শিল্পী দম্পতি অমিয় পাল ও মালবিকা পাল, লেখক ও চিকিৎসক ডাঃ বিমল গুড়িয়া সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।ছিলেন হেল্পিংহ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি ও সংকল্প ফাউন্ডেশনের প্রতিনিধিরা।
সলিল চৌধুরীর জন্ম শতবর্ষকে স্মরণে রেখে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী ও কবি ভবানীপ্রসাদ মজুমদার স্মরণে কবিতা পরিবেশন করলেন ছান্দসিকের সদস্য-সদস্যারা।সমবেত কবিতা ও একক কবিতা পরিবেশন করলেন ছান্দসিকের সদস্যরা। ছিল কবিতা কোলাজ “প্রেম এক অন্তর্লীন অনুভব” । সংগীত পরিবেশন করেন পার্থ পন্ডা অমৃতা ঘোষাল ও রথীন দাস।