নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::কলকাতা :: বৃহস্পতিবার ১৭,জুলাই :: ছাব্বিশের ভোটের আগে পুরোদমে বাঙালি আবেগে শান দিতে মাঠে নেমে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থা নিয়ে বিগত কয়েকদিন ধরেই সুর চড়াচ্ছেন ঘাসফুল শিবিররের নেতারা।
কুণাল বলছেন বিজেপি বঙ্গবাসী-বঙ্গভাষী বিরোধী। এবার একযোগে পথে নামতে দেখা গেল মমতা-অভিষেককে। বৃষ্টি মাথায় নিয়েই ধর্মতলার মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে তোপের পর তোপ দাগতে দেখা গেল তৃণমূল সুপ্রিমোকে।